বাংলার আকাশ নিউজ ২৪ ডেস্কঃ
এই বিশ্বকাপের অন্যতম আকর্ষণ ছিল আর্জেন্টিনা দল। তারা ফাইনালে ট্রাইবেকারে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন পরপরই ফরিদপুরে তাদের সমর্থকদের উদ্যোগে চলে আনন্দ মিছিল।
শহরের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক মিছিল এসে যোগ দেয় মুজিব সড়কের পাশে অবস্থিত আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালে সামনে। এখানে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছিল।
এছাড়া শহরের আলিপুর, লক্ষীপুর, গোয়ালচামট নীলটুলী সহ পার্শ্ববর্তী এলাকা থেকেও একাধিক মিছিল শহর প্রদক্ষিণ করে।
এতে প্রায় দুই বছরের বাচ্চা থেকে ৫০ বছরে বৃদ্ধ কেউ মিছিলের অংশগুলি দেখা যায়। বেশিরভাগ লোকের গায়ে ছিল আর্জেন্টিনার জার্সি । আর মুখে ছিল মেসি মেসি শব্দ। অনেকের হাতে ছিল বাংলাদেশের পতাকা ।
শহরের বিভিন্ন প্রান্ত থেকে যখন মিছিল গুলো বের হয় । তখন শহরে অদ্ভুত এক ধরনের আনন্দ লক্ষ করা যায়।
পাশাপাশি মেসির শেষ বিশ্বকাপ হওয়ার কারণে অনেক দর্শককেই আনন্দ উদ্বেলিত হতে দেখা যায়।
১৯৮৬ সালে সর্বশেষ আর্জেন্টিনা বিশ্বকাপ জয়লাভ করে। প্রায় ৩২ বছর পর এ বছর বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা লাভ করে। এদিকে প্রতিযোগিতায় আর্জেন্টিনা ফেভারিট হবার কারণে তারা সঙ্গতভাবেই চ্যাম্পিয়ন হবে এরকম ধারণা করেছিল দর্শক। আর টাই বেকারে জয়লাভ করার পর তাদের সে প্রত্যাশা পূরণ হয়েছে বলে জানা যায়।
এ সংবাদ লেখা পর্যন্ত শহরের বিভিন্ন স্থান থেকে এখনো আনন্দ মিছিল বেরোচ্ছে । এবং দর্শকেরা মজা করছে আনন্দ করছে।
এদিকে বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখাবার ব্যবস্থা করা হয়। রাত আটটা বাজতেই শহর অনেকটা ফাঁকা হয়ে যায়। বেশিরভাগ দর্শককে বাড়ি টেলিভিশন সেটের সামনে বসে খেলা উপভোগ করলেও বিভিন্ন স্থান থেকে আগত দর্শকবৃন্দ রাস্তায় এবং বড় পর্দায় বসে খেলা গুলি উপভোগ করেছেন । উভয় দলের প্রতিটা গোলের সাথেই তারা উদযাপন করেছেন এবং দারুন ভাবে উপভোগ করছেন খেলা গুলি।
সবকিছুর পর একটা ভালো ফুটবল খেলার সমাপ্তি মেসির হাতে বিশ্বকাপ এবং সর্বোপরি ভালো একটা টুর্নামেন্ট উপহার দেবার জন্য আয়োজক কাতার কেউ ধন্যবাদ জানিয়েছেন বারবার।