বাংলার আকাশ নিউজ ২৪ ডেস্কঃে
ফরিদপুর নাগরিক মঞ্চের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ফরিদপুর প্রেস ক্লাবে সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বাবর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাংবাদিক মাহফুজুল আলম মিলন, নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক সাংবাদিক পান্না বালা, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা সৈয়দ জুনায়েদ পারভেজ বাবু, ব্লাস্টের নির্বাহী পরিচালক শিপ্রা গোস্বামী, শাপলা মহিলা সংস্থার কর্মকর্তা চঞ্চলা রানী মন্ডল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন,
অনুষ্ঠানে নাগরিক মঞ্চের গত কয়েক বছরের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন বিগত দিনে নাগরিক মঞ্চ নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কাজ করছে। পাশাপাশি জনগণের সচেতনতায় তারা বিভিন্নভাবে সামাজিক কাজ করেছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।
নাগরিকদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে বিভিন্ন এলাকায় কাউন্সেলিং এর মাধ্যমে এর কার্যক্রম এগিয়ে নিতে হবে। পাশাপাশি জনগণের সচেতনতায় আগামী দিনের কার্যক্রম আরো ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়।