বাংলার আকাশ নিউজ ২৪ ডেস্কঃ
ফরিদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা আজ সকাল দশটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল আহসান আহসান তালুকদার (পি এ এ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন সরকার, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইশতিয়াক আরিফ, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল, উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, মহিলা বিষয়ক কর্মকর্তা মাস উদা হোসাইন, ফরিদপুর ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার আ,স,ম জাহাঙ্গীর চৌধুরী টিটো প্রমূখ।
সভায় ফরিদপুরের বিভিন্ন সমস্যা যেমন মাদক, সন্ত্রাস , যৌতুক বাল্য বিয়ে ও ইভটিজিং নিয়ে আলোচনা করা হয়। এছাড়া আগামী দিনে এসব সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়।