বাংলার আকাশ নিউজ ২৪ডেস্কঃ
ফরিদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক জনাব রেজাউল করিম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শামীম হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ,সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মাষ্টারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন বর্তমানে বিশ্বের সকল দেশেই দুর্নীতি প্রতিরোধে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু বিশ্বের অনগ্রসর দেশ গুলোতে দুর্নীতির মাত্রাটা অনেক বেশি। বাংলাদেশেও দুর্নীতির মাত্রা অনেক। কারো একক প্রচেষ্টায় দুর্নীতি দমন করা সম্ভব নয়। তাই আমাদের সকলের উচিত সকলের জায়গা থেকে দুর্নীতিকে না বলা এবং এর বিরুদ্ধে সোচ্চার হওয়া।