বাংলার আকাশ ডেস্ক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনার অভিযোগে ছয় ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, মোবাইল সেট, নগদ টাকা উদ্ধার করা হয়। সোমবার দুপুরে তাদের গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
(আহৃত)