শিরোনামঃ
ফরিদপুরে ওলামা মাশায়েখ এর সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুরে কোটা আন্দোলনের শহীদ পরিবারের সাথে মতবিনিময় বেনাপোল সীমান্ত থেকে ৬ কোটি টাকা মূল্যের মাদক এলএসডি উদ্ধার ফরিদপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে দাওয়াতি মিছিল  ফরিদপুর ডায়বেটিক সমিতির সেবা দিবস পালিত ফরিদপুরে পাট বীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ চর টেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাজাহান আলমের বিদায় সংবর্ধনা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৪ তম জন্মদিন পালন ফরিদপুরে  ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ অনুষ্ঠিত নকল শিশু খাদ্যের কারখানায় ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ফরিদপুরে ‌ইলিশের আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযানে কেজিতে ২০০/৩০০ টাকা কম প্রতিপক্ষের হামলায় ফরিদপুরের সালথায় কৃষক ইয়ার আলীর শেষ নিশ্বাস ত্যাগ আগামী ১৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী ফরিদপুরে নন্দিতা সুরক্ষার উদ্যোগে নারীর স্বাস্থ্য সচেতনামূলক আলোচনা সভা ও নাটক মঞ্চস্থ ঐতিহাসিক বাবরি মসজিদ নির্মিত হচ্ছে ফরিদপুরে ইলিশের দাম কমেনি ফরিদপুরে ফরিদপুরে পল্লী প্রগতি সমিতির অবৈধ নির্বাহী কমিটি  বাতিলের দাবিতে ঘেরাও কর্মসূচি পালন ফরিদপুরে ডাক্তারদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দূর্গাপুজাকে কেন্দ্র করে কেউ সমাজের শান্তি শৃংখলা যেন নষ্ট না করতে পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে – জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান ফরিদপুর কানাইপুর বাজারে ভোক্তা অধিদপ্তর ও বৈষম্য বিরোধী ছাত্রদের ‌অভিযান
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন

নেটওয়ার্ক ছাড়া কল ও মেসেজে করা যাবে আইফোন ১৩ তে

বাংলার আকাশ ডট কম email: banglar.akash.sif@gmail.com
Update : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

Spread the love

বাংলার আকাশ ডেস্ক:

iPhone 13 এ আসছে নতুন ফিচার- লো আর্থ অরবিট (LEO) স্যাটেলাইট কমিউনিকেশন কানেক্টিভিটি।

গ্রামের বাড়িতে নেটওয়ার্ক এর সমস্যা থাকবেই কথাটা জনপ্রিয় ও প্রচলিত। যদি গ্রামের প্রত্যন্ত এলাকাতেও নেটওয়ার্ক পাওয়া যেত কতই না ভালো হতো।iPhone 13 এ আসছে নতুন ফিচার- লো আর্থ অরবিট (LEO) স্যাটেলাইট কমিউনিকেশন কানেক্টিভিটি।এতে করে মোবাইল নেটওয়ার্ক এর অপ্রতুলতা সত্ত্বেও আপনি কল, মেসেজ করার সুযোগ পাবেন।

এই পরের মাসেই অভিষেক হতে পারে অ্যাপল এর নতুন iphone 13 এর। অনেকে নতুন এই মডেলে ক্যামেরা ও ব্যাটারি ডেভেলপমেন্ট এর কথা বললেও Ming-Chi Kuo (অ্যাপল অ্যানালিস্ট) এর ভাষ্যমতে, আইফোন ১৩ এর হার্ডওয়্যার এর পরিবর্তন আসছে যাতে এটি LEO স্যাটেলাইট এর সাথে যেকোনো সময় কানেক্ট হতে পারে। এটি প্রত্যন্ত অঞ্চলে ইউজারদের কল, মেসেজ করার জন্য প্রয়োজনীয় সার্ভিস দিয়ে থাকবে।

iphone 13 এ থাকতে পারে কাস্টমাইজড Qualcomm X60 চিপ। এই চিপের সাহায্যে লো-আর্থ অরবিট কানেক্টিভিটি ব্যবহার করা যাবে। Qualcomm তার X65 চিপ ব্যবহার করে মোবাইল ডিভাইসে n53 ব্যান্ডের মাধ্যমে স্যাটেলাইট সংযোগ প্রদানের জন্য গ্লোবালস্টারের সাথে কাজ করছে বলে জানা গেছে। যাইহোক, আইফোন 13 X60 মডেমের মাধ্যমেও অনুরূপ অভিজ্ঞতা পেতে পারে। এখানে LEO স্যাটেলাইট কমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার হিসেবে Globalstar এর নাম উঠে এসেছে যেহেতু এই কোম্পানি টেকনোলজি এন্ড সার্ভিস কভারেজের জন্য অ্যাপলের সাথে চুক্তি করতে ইচ্ছা প্রকাশ করেছে।

Globalstar ভয়েস সার্ভিস এর ক্ষেত্রে বহুবছর ধরে কাজ করে আসছে। এর ফলে, Globalstar স্যাটেলাইট কানেক্টিভিটি প্রোভাইডারের মাধ্যমে iPhone 13 সরাসরি সংযুক্ত হতে পারবে। 2022 সালের শুরুর দিকেই এই স্যাটেলাইট কমিউনিকেশন শুরু হয়ে যেতে পারে। কুও জানিয়েছেন, 5G প্রযুক্তি যে মিলিমিটার ওয়েভের মাধ্যমে চলে, একই ভাবে কৃত্রিম উপগ্রহের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাবে।

তবে এই ধারণা কিন্তু আজকের নয়। ২০১৯ সালে ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই LEO স্যাটেলাইট কমিউনিকেশন কানেক্টিভিটি ফিচারের কথা বললেও তা ধামাচাপা পড়ে যায়৷ এখন এই পরিষেবার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো অ্যাপ থাকতে হবে কিনা তা জানা যায়নি। এই মুহুর্তে এটাও স্পষ্ট নয় যে অ্যাপল নিয়মিত ভয়েস কল এবং মেসেজিংয়ের জন্য LEO স্যাটেলাইট কমিউনিকেশন কানেক্টিভিটি দেবে নাকি এটি কেবল তার ফেসটাইম এবং iMessage পরিষেবার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এছাড়াও গ্লোবাল মার্কেটে স্থান করে নিতেও বেশ বেগ পেতে হবে কারণ প্রত্যেকটি টেলিকম অপারেটরদের সেই স্যাটেলাইট কোম্পানির সাথে কাজ করতে হবে যাতে তাদের চলতি নেটওয়ার্ক এর বাইরেও সেই স্যাটেলাইট যেন কানেকশন দিতে পারে।

যদিও স্মার্টফোনে স্যাটেলাইট কানেক্টিভিটি নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এর আগে এলন মাস্কও একটি উদ্যোগ নিয়েছিলো পুরো বিশ্বে নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার। এলন মাস্কের Starlink ইন্টারনেট ব্যবহারের সময় গাছ, বিল্ডিং ও পোল থাকার কারণে স্পিড কমে যেতে দেখা গিয়েছিল। আর সেই কারণেই iPhone 13-তে স্যাটেলাইট কানেক্টিভিটি দেওয়ার আগে Apple কে আরও কাজ করতে হবে। এক্ষেত্রে, সবকিছু যদি ঠিক থাকলে আইফোন এর আগ্রহ আবারও শীর্ষে পৌঁছাবে, নিকটবর্তী কোনো প্রতিযোগী না থাকায় মার্কেট জনপ্রিয়তা পেতে সময় লাগবে না তাদের।

iphone 13 এ এই স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার আসলে, নেটওয়ার্কের বাইরে থাকার সমস্যা অনেকটাই দূর হবে বলে আশা করা যায়।

Globalstar ভয়েস সার্ভিস এর ক্ষেত্রে বহুবছর ধরে কাজ করে আসছে। এর ফলে, Globalstar স্যাটেলাইট কানেক্টিভিটি প্রোভাইডারের মাধ্যমে iPhone 13 সরাসরি সংযুক্ত হতে পারবে। 2022 সালের শুরুর দিকেই এই স্যাটেলাইট কমিউনিকেশন শুরু হয়ে যেতে পারে। কুও জানিয়েছেন, 5G প্রযুক্তি যে মিলিমিটার ওয়েভের মাধ্যমে চলে, একই ভাবে কৃত্রিম উপগ্রহের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাবে।

তবে এই ধারণা কিন্তু আজকের নয়। ২০১৯ সালে ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই LEO স্যাটেলাইট কমিউনিকেশন কানেক্টিভিটি ফিচারের কথা বললেও তা ধামাচাপা পড়ে যায়৷ এখন এই পরিষেবার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো অ্যাপ থাকতে হবে কিনা তা জানা যায়নি। এই মুহুর্তে এটাও স্পষ্ট নয় যে অ্যাপল নিয়মিত ভয়েস কল এবং মেসেজিংয়ের জন্য LEO স্যাটেলাইট কমিউনিকেশন কানেক্টিভিটি দেবে নাকি এটি কেবল তার ফেসটাইম এবং iMessage পরিষেবার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এছাড়াও গ্লোবাল মার্কেটে স্থান করে নিতেও বেশ বেগ পেতে হবে কারণ প্রত্যেকটি টেলিকম অপারেটরদের সেই স্যাটেলাইট কোম্পানির সাথে কাজ করতে হবে যাতে তাদের চলতি নেটওয়ার্ক এর বাইরেও সেই স্যাটেলাইট যেন কানেকশন দিতে পারে।

যদিও স্মার্টফোনে স্যাটেলাইট কানেক্টিভিটি নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এর আগে এলন মাস্কও একটি উদ্যোগ নিয়েছিলো পুরো বিশ্বে নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার। এলন মাস্কের Starlink ইন্টারনেট ব্যবহারের সময় গাছ, বিল্ডিং ও পোল থাকার কারণে স্পিড কমে যেতে দেখা গিয়েছিল। আর সেই কারণেই iPhone 13-তে স্যাটেলাইট কানেক্টিভিটি দেওয়ার আগে Apple কে আরও কাজ করতে হবে। এক্ষেত্রে, সবকিছু যদি ঠিক থাকলে আইফোন এর আগ্রহ আবারও শীর্ষে পৌঁছাবে, নিকটবর্তী কোনো প্রতিযোগী না থাকায় মার্কেট জনপ্রিয়তা পেতে সময় লাগবে না তাদের।

iphone 13 এ এই স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার আসলে, নেটওয়ার্কের বাইরে থাকার সমস্যা অনেকটাই দূর হবে বলে আশা করা যায়।

(আহৃত)


Spread the love


এই বিভাগের আরো খবর

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০