বাংলার আকাশ ডেস্ক:
কাতার বিশ্বকাপে ব্রাজিলের দলে থাকা রাফিনিয়া ক্লাব ফুটবলে খেলেন লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনায়। গত বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে পায়ের গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার।
ব্রাজিলের পরের ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে, সেই ম্যাচে চোটাক্রান্ত নেইমার খেলতে পারবেন না। শুধু তাই নয়, গ্রুপপর্বে ব্রাজিল নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে ক্যামেরুনের বিপক্ষে। সেই ম্যাচেও নেইমারের খেলা অনিশ্চিত। এতকিছুর পরও চোটাক্রান্ত নেইমারকে নিয়ে সমালোচনায় মুখর ব্রাজিলিয়ানরা। এমনটি জানিয়ে রাফিনিয়া বলেন, আর্জেন্টাইন সমর্থকরা মেসিকে ঈশ্বর মনে করে, পর্তুগাল সমর্থকরা রোনালদোকে মনে করে রাজা। আর ব্রাজিলের সমর্থকরা নেইমারের পা ভাঙায় উল্লাস করে। কী দুঃখজনক ব্যাপার।
ইনস্টাগ্রাম পোস্টে নিজের হতাশা প্রকাশ করে ব্রাজিলে জন্ম নেওয়াটা নেইমারের দুর্ভাগ্য বলেও মন্তব্য করেন রাফিনিয়া। তিনি বলেন, নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল হচ্ছে ব্রাজিলিয়ান হয়ে জন্ম নেওয়া। এই দেশ তার প্রতিভা এবং ফুটবলের জন্য যোগ্য নয়।
(আহৃত)