বাংলার আকাশ ডেস্কঃ
ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বিএনপির মিডিয়া সেলের উদ্যোগে বিএনপির মিডিয়া সেল এর আহ্বায়ক জহিরউদ্দিন স্বপন এর সভাপতিত্বে ফরিদপুরের বিশিষ্ট জনের সাথে “জবাবদিহি মূলক রাষ্ট্র গঠনে অবাধ, সুষ্ঠুও নিরপেক্ষ নির্বাচন পরবর্তীতে জাতীয় সরকার এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ অপরিহার্য” বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহিদউদ্দিন চৌধুরী এনি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদেরগণি চৌধুরী, বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিঙ্কু, বিএনপি’র কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইবনে ইউসুফ, কেন্দ্রী বিএনপি’র ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈছা, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেল বিশিষ্টজনের সাথে এ মত বিনিময় সভার মাধ্যমে বর্তমান সরকারের বিভিন্ন দুর্বল দিক তুলে ধরেন,দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না, দিনের ভোট রাতে নেয়,সরকারী বিভিন্ন সংস্থা দ্বারা ভোট প্রভাবিত করে এবং বিএনপি ক্ষমতায় গেলে সকল শ্রেণীপেশার মানুষ দ্বারা সরকার গঠন করা হবে, স্থায়ীভাবে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা গঠন করা হবে।