বাংলার আকাশ ডেস্কঃ
গত ৮ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছে নাজমা আক্তার (৪০) নামে এক গৃহবধূ।
তার বাড়ি বোয়ালমারী উপজেলার চিতার বাজারে।
এ ব্যাপারে তার স্বামী আব্দুল লতিফ মোল্লা ফরিদপুর প্রেস ক্লাব এসে সাংবাদিকদের জানান গত ৮ নভেম্বর সন্ধ্যায় ফরিদপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ভিতর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি মানসিক সমস্যায় ছিলেন। এ ব্যাপারে এলাকায় তিনি মাইকিং করেছেন বলেও প্রতিবেদকদের জানান।
এ ব্যাপারে কোতোয়ালি থানাতে সাধারণ ডায়েরি করেছেন । এদিকে তার তিনটি কন্যা সন্তান রয়েছে।
যদি কোন ব্যক্তি তার স্ত্রীর সন্ধান দিতে পারে তবে তার পরিবার কৃতজ্ঞ থাকবে এবং সন্ধান দাদাকে উপযুক্ত পুরস্কার দেয়া হবে বলে তিনি জানান।
তার ফোন নম্বর ০১৮১৪৯৯৮৭২১ ।