বাংলার আকাশ ডেস্কঃ
আহবায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা
জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি অ্যাডভোকেট মামুন-অর-রশিদ মামুনকে আহ্বায়ক এবং মো. জহুরুল ইসলাম জহিরকে সদস্য সচিব করে ফরিদপুর মহানগর শাখার দুই সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয়তাবাদী কৃষক দল-কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম এ তথ্য সাংবাদিকদের জানান।
তিনি বলেন, ফরিদপুর মহানগর শাখার দুই সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। অতি শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
সোমবার কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ফরিদপুর মহানগর কৃষক দলের এ কমিটির অনুমোদন দেন।