বাংলার আকাশ ডেস্কঃ
ফরিদপুর কোতোয়ালি থানা আওয়ামী লীগের উদ্যোগে গত সোমবার শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরীর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ সহ কোতোয়ালি আওয়ামী লীগ এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দরা।
আলোচনা সভায় আগামী ১২ই নভেম্বর শনিবার বিএনপির বিভাগীয় সমাবেশ শান্তিপূর্ণ ভাবে করার আহ্বান জানান। যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিহত করতে ঐক্য বদ্ধ ভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।