বাংলার আকাশ ডেস্কঃ
ফরিদপুরে কাঁচামরিচ ও লেবুর দাম এখন ক্রেতাদের নাগালের মধ্যে
ফরিদপুরে বিভিন্ন বাজারে দাম কমেছে কাঁচামরিচ ও লেবুর। আর কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে সর্বনিম্ন ১৫ টাকা থেকে সর্বোচ্চ ৩০ টাকায়। অন্যদিকে লেবু বিক্রি হচ্ছে ২৪টা ২০ টাকায়।
খোঁজ নিয়ে জানা গেছে এ বছর দেশের বিভিন্ন এলাকায় মরিচের উৎপাদন হয়েছে প্রচুর । আর এ কারণে বাজার মরিচের আমদানি বেশি।
এ ব্যাপারে শাহীন নামের দোকানি জানান গত কয়েকদিন যাবৎ মরিচের এই দাম অব্যাহত রয়েছে। শুধুমাত্র মরিচ নয় দাম কমেছে লেবুরো । এখন লেবু বিক্রি হচ্ছে ৫ টাকা হালি হিসেবে। যে কারণে সাধারণ মানুষ দাম কমাতে খুশি হলেও । ব্যবসায়ীরা পড়েছেন বিপদে। কেননা দুটোই খুব পচনশীল দ্রব্য এ কারণেও লস দিয়ে হলেও তারা লেবু এবং মরিচ কম দামে ছাড়তে বাধ্য হচ্ছেন।
এছাড়া এই দুটো ফসলের দাম আপাতত বাড়ানোর সম্ভাবনা নেই বিধায় কম দামে ক্রেতাদের মধ্যে বিক্রি করছেন।