বাংলার আকাশ ডেস্কঃ
ফরিদপুরে দুটি দোকানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে।
এতে প্রায় ২ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।
জানা গেছে,
আজ ০৭ নভেম্বর ভোর আনুমানিক ৬:৪৫ টার সময় কোতোয়ালী থানাধীন টেপাখোলা বাজার সোনালী ব্যাংকের পিছনে। টেপাখোলা বাজার এলাকায় অবস্থিত
(১) এসএম মেডিকেল হল, মালিক খায়রুজ্জামান মামুন(৪৫),পিতা :মৃত নাজিম উদ্দিন মোল্লা,সাং: টেপাখোলা,থানা:ফরিদপুর
(তার দোকানের ক্ষতির পরিমান আনুমানিক ২ লক্ষ টাকা) ও পার্শ্ববর্তী দোকান।
(২ )শুভেচ্ছা ডিজিটাল স্টুডিও-মালিক মোহাম্মদ রিয়াজ (৪০)পিতা: মৃত শাহাদাত আলী, সাং: দক্ষিন টেপাখোলা, থানা: কতোয়ালি,জেলা ফরিদপুর। উক্ত দুটি দোকানের ক্ষতির পরিমাণ আনুমানিক ১,৫০,০০০ হাজার টাকা)। বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রাপাত হয়ে আগুন ধরে এই দুটির দোকানের ৯০ শতাংশ মালামাল পুড়ে যায়। পরবর্তীতে ৭:২০ টার সময় ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে সক্ষম হয।