শিরোনামঃ
ফরিদপুরে ওলামা মাশায়েখ এর সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুরে কোটা আন্দোলনের শহীদ পরিবারের সাথে মতবিনিময় বেনাপোল সীমান্ত থেকে ৬ কোটি টাকা মূল্যের মাদক এলএসডি উদ্ধার ফরিদপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে দাওয়াতি মিছিল  ফরিদপুর ডায়বেটিক সমিতির সেবা দিবস পালিত ফরিদপুরে পাট বীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ চর টেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাজাহান আলমের বিদায় সংবর্ধনা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৪ তম জন্মদিন পালন ফরিদপুরে  ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ অনুষ্ঠিত নকল শিশু খাদ্যের কারখানায় ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ফরিদপুরে ‌ইলিশের আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযানে কেজিতে ২০০/৩০০ টাকা কম প্রতিপক্ষের হামলায় ফরিদপুরের সালথায় কৃষক ইয়ার আলীর শেষ নিশ্বাস ত্যাগ আগামী ১৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী ফরিদপুরে নন্দিতা সুরক্ষার উদ্যোগে নারীর স্বাস্থ্য সচেতনামূলক আলোচনা সভা ও নাটক মঞ্চস্থ ঐতিহাসিক বাবরি মসজিদ নির্মিত হচ্ছে ফরিদপুরে ইলিশের দাম কমেনি ফরিদপুরে ফরিদপুরে পল্লী প্রগতি সমিতির অবৈধ নির্বাহী কমিটি  বাতিলের দাবিতে ঘেরাও কর্মসূচি পালন ফরিদপুরে ডাক্তারদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দূর্গাপুজাকে কেন্দ্র করে কেউ সমাজের শান্তি শৃংখলা যেন নষ্ট না করতে পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে – জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান ফরিদপুর কানাইপুর বাজারে ভোক্তা অধিদপ্তর ও বৈষম্য বিরোধী ছাত্রদের ‌অভিযান
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৮ অপরাহ্ন

ফরিদপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.comm
Update : শনিবার, ৫ নভেম্বর, ২০২২

Spread the love

বাংলার আকাশ ডেস্কঃ

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ৫১ তম
জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে, (৫ নভেম্বর) শনিবার দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা এবং জাতীয় সমবায় পতাকা উত্তোলন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের কবি জসিম উদদীন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে জেলা পরিষদ চত্তরে
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এসময় পায়রা উড়িয়ে দিবসটির কার্যক্রম উদ্ধোধন করেন অতিথিবৃন্দ।

এরপরে সকাল ১০ টায় কবি জসিম উদদীন হল কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা সমবায় অফিসার মোঃ আলম হোসেন এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ তাসলিমা আলী। প্রধান অতিথি তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়ের বিশেষ গুরুত্ব ভূমিকা দিয়েছেন। গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে সমবায় কর্মকান্ড চালু করেন।

সমবায়ে ঐক্যবদ্ধ হয়ে দেশের গ্রামীণ অর্থনৈতিক চাকা সমৃদ্ধ পেয়েছে। সমবায় দেশের সকল কর্মকান্ডের অঙ্গ হিসেবে ভূমিকা পালন করে আসছে।আগামীতে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সমবায় সমিতি পারে দেশকে পরিবর্তন করতে। সমবায় মাধ্যমে দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি পাবে বলে জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রজ্ঞন সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, আঞ্চলিক সমবায় ইন্সস্টিটিউটের (উপ-নিবন্ধক) অধ্যক্ষ খন্দকার হুমায়ুন কবির।

সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব ওমর আলী খান, সদর উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ আমানুর রহমান।

সভায় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, জেলা সমবায় অডিটর লাকী আক্তার, সমবায় পরিদর্শক গোলাম হায়দার হোসেন, প্রধান সহকারী মোঃ রিয়াজুল ইসলাম সহ সমবায় ও সমবায়ী কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর পরিচালক আব্দুর রহমান লাল্টু।

এসময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সমবায় সমিতির সভাপতি, সাধারন সম্পাদক, সমবায়ীবৃন্দ ও
সমবায় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় ও সমবায়ীদের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।


Spread the love


এই বিভাগের আরো খবর

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০