বাংলার আকাশ ডেস্কঃে
ফরিদপুর পৌরসভার খোদাবক্স রোড খ্রিস্টান মিশন স্কুলে ফরিদপুর গণধিকার পরিষদের উদ্যোগে উক্ত সংগঠনের সভাপতি ডাঃ বায়েজিদ হোসেন সাঈদের সভাপতিত্বে ফরিদপুর জেলায় গনঅধিকার পরিষদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মত বিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
মতবিনিময় সভায় উপস্থিত আছেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের যুগ্ন আহবায়ক মেজর আফসারী,যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক হাসান, যুগ্ন সদস্য সচিব মোহাম্মদ আনিসুর রহমান, ফরিদপুর জেলা গন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শেখ মোঃ বাচ্চু, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ হারুন মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাহিদ খান সহ ফরিদপুর সকল উপজেলার গণধিকার পরিষদের সদস্য ও নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ ফরিদপুর জেলায় গনঅধিকার পরিষদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী সাফল্য কামনা করে বলেন গণ অধিকার পরিষদ একটি নতুন দল হিসেবে জনগনের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে তাই ফরিদপুর জেলার আপামর জনতাকে গন অধিকার পরিষদের সাথে কাজ করার আহ্বান জানান এবং বক্তারা আরোও বলেন আমরা জনগনকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে চাই যাতে সাধারন মানুষ তাদের নিজের পচন্দ মতো নেতা ও সরকার নির্বাচিত করে তাদের ভোটাধিকার ফিরে পান। অনুষ্ঠান টি বর্তমান চলমান রয়েছে।