বাংলার আকাশ ডেস্কঃ
এস এ মান্নান ক্যাডেট স্কুল এ্যান্ড কলেজ প্রতি বছরের ন্যায় এবারও প্রত্যক্ষ ভাবে ব্যবহারিক অভিজ্ঞতার জন্য শিক্ষা সফরের মাধ্যমে ১০০(একশত) নাম্বারের পরীক্ষার আয়োজন করে। যার মূল উদ্দেশ্য ক্যাডেটদের সৃজনশীলতার বিকাশ। এবারের বিষয় ছিলো বাংলাদেশের সোনালী আঁশ ”পাট”।
বাংলাদেশের শিল্পায়নে পাট শিল্প নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এই পাট শিল্পের যথাযথ ব্যবহার ও পুঙ্খানুপুঙ্খ জ্ঞান অজর্নের জন্য ফরিদপুরের সুনামধন্য প্রতিষ্ঠান মামুন জুট মিল্স লিঃ পরিদর্শন করে।
পরিদর্শক এর সময় মামুন জুট মিলস এর কর্নধার জনাব মামুন স্যার সার্বিক সহযোগীতা পালন করেন।তার সহযোগীতায় ক্যাডেটগন প্রত্যক্ষভাবে পাট শিল্পের মাধ্যমে নানাবিধ উৎপাদন সম্পর্কে হাতে কলমে জ্ঞান অর্জন করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন এস এ মান্নান ক্যাডেট স্কুল এ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক ও অধ্যক্ষ শেখ সাইফুল ইসলাম অহিদ স্যার, উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জনাব মমিন আলী , এস এ মান্নান ক্যাডেট স্কুল এ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন শুভ, উপস্থিত ছিলেন সকল শিক্ষকবৃন্দ।