বাংলার আকাশ ডেস্কঃ
ফরিদপুরের সংবিধান দিবস পালিত হয়েছ। শুক্রবার সকালে দশটায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক জনাব তাসলিমা আলী(সার্বিক) এর সভাপতিত্বে জাতীয় সংবিধান দিবস -২০২২ উদযাপন উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর জেলা প্রশাসক জনাব অতুল সরকার, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব আসলাম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রন্জন সরকার, ফরিদপুর জেল সুপার আল মামুন, সরকারি রাজেন্দ্র কলেজে অধ্যক্ষ অসীম কুমার শাহা, সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ শীলা রানী, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় সংবিধান দিবস- ২০২২ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন উদ্যোগে উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত অনুষ্ঠানটি চলছিল।