বাংলার আকাশ ডেস্কঃ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে জানা গেছে গত মঙ্গলবার দিবাগত
রাত আনুমানিক ৩:৩০ মিনিটের দিকে ফরিদপুর শহরের বাইপাস সড়কের কুটুমবাড়ি রেস্টুরেন্টের পাশে ঢাকা হতে নড়াইলগামী দিগন্ত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ইয়াসমিন বেগস(৩৫), স্বামী সুফিয়ান শেখ, সাং সাতবাড়িয়া, থানা কালিয়া, জেলা নড়াইল কে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এছাড়া আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে আহতরা চলে যায়।
এ সংবাদ লেখা পর্যন্ত লাশটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।