বাংলার আকাশ ডেস্কঃ
ফরিদপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। আজ পয়লা নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ফরিদপুর যুব উন্নয়ন অধিদপ্তরে ও জেলা প্রশাসন এর আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা, ঋণের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠান হয়।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মাৎ তাসলিমা আলীর সভাপতিত্বে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, বিশেষ অতিথি ছিলেন, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মোল্লা উপ-পরিচালক খান মোঃ নাঈম জেলা যুব উন্নয়ন অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় বক্তারা বলেন প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এ প্রতিপাদ্য কে সামনে রেখে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বিভিন্ন যুবকদের বিভিন্ন সময় প্রশিক্ষিত করে আত্মকর্মসংস্থানে স্বাবলম্বী করে তুলবে বলে আলোচনা সভায় প্রত্যাশা করা হয় ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়।