বাংলার আকাশ ডেস্কঃ
ফরিদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। আজ রবিবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম মোল্লা এর সভাপতিত্বে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শাহজাহান, এনএসআইয়ের যুগ্মপরিচালক মোঃ মুজিবুর রহমান, সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান, সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শিলা রানী মন্ডল সহ এ সময় সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মাসিক জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভার মাধ্যমে জেলার উন্নয়ন ক্রমন্বয়ে বৃদ্ধি পাচ্ছে বলে সাধারণ জনগণ মনে করে।