বাংলার আকাশ ডেস্ক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্য দানের মধ্য দিয়ে দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে।
এ উপলক্ষে শহরের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় শ্রমিক লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ঘ
জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক ও ফরিদপুর পৌরসভার ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাছির এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য সচিব ইমান আলী মোল্লা, কোতোয়ালি থানার শ্রমিক লীগের আহবায়ক সেলিম সেখ, সদস্য সচিব মিঠু মিয়া, শহর কমিটির আহবায়ক ফরিদপুর পৌরসভার ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মোবারক খলিফা সদস্য সচিব মাহফুজুর রহমান। বিকেলে এই উপলক্ষে শহরের আলিপুরে নওয়াব আলী টাওয়ার থেকে একটি শোভাযাত্রা বের করা হবে। এবং পরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে কেক কাটা অনুষ্ঠিত হবে।
এই সংবাদ লেখা পর্যন্ত কার্যক্রমটি চলছিল।