বাংলার আকাশ ডেস্কঃ
শিশু অধিকার পরিস্থিতি, শিক্ষা ও বাল্যবিয়ে’ বিষয়ে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) ফরিদপুর জেলার শিশুদের সঙ্গে মোঃ আব্দুল গাফফার, ওসি অপারেশন কোতয়ালী থানা, ফরিদপুর এর মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ইয়েস বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল ও অপরাজেয় বাংলাদেশ-এর সহযোগিতায় কোতয়ালী থানা, ফরিদপুরে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
এসময় শিশুরা ওসির কাছে বিভিন্ন সামাজিক অপরাধসহ শিশুদের নিরাপত্তায় বিভিন্ন প্রশ্ন তুলে ধরে সামাধানের দাবি জানায়।
শিশুদের প্রশ্ন ও সুপারিশের বিষয়ে প্রধান অতিথির বক্তব্যে বলেন, কিশোর গ্যাং, মাদক, আত্মহত্যার প্রবণতাসহ সামাজিক অপরাধ নির্মূলে অভিভাবকদের সচেতন হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে সঠিকভাবে শিক্ষা দিলে শিশুরা এসব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। পাশাপাশি এনসিটিএফ-এর মতো সংগঠনকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, শিশুরা যদি সমাজের ঘটে যাওয়া সমস্যা তুলে ধরে সামাধানের দাবি জানায় তখন প্রশাসনের জবাবদিহিতা তৈরি হয়, দ্রুত প্রদক্ষেপ নেওয়া সম্ভব হয়। এসময় তিনি উন্নত বাংলাদেশের কর্ণধার হতে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তোলার আহ্বান জানান।
শিশু কিশোরদের মানসিক বিকাশে জেলা ও উপজেলা পর্যায়ে খেলার মাঠ নিশ্চিত ও শিশুবান্ধব বিনোদন ও পর্যটন কেন্দ্র স্থাপন করার দাবিও জানায় তারা।
এছাড়াও কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে জড়িয়ে পড়া শিশুদের কাউন্সিলিংয়ের মাধ্যমে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়াসহ স্কুল-কলেজের সামনে মেয়েদের যৌন হয়রানির বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানায় শিশুরা।
ডায়লগ সেশনে উপস্থিত ছিল- ২৪জন (৮ জন মেয়ে, ১০ জন ছেলে) অতিথি ৩ জন , অভিভাবক একজন, স্বেচ্ছাসেবী ২ জন।