বাংলার আকাশ ডেস্কঃ
সড়ক দূঘর্টনায় গুরুত্ব আহত হয়েছে বিএনপি নেতা কাজী মোকাররম হোসাইন। তিনি বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ত্রমা সেন্টারে চিকিৎসাধীর অবস্থায় রয়েছেন ।
আহত মোকাররম কাজী চতুল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ।
গত ৩ অক্টোবর রাতে নিজ বাড়ী বোয়ালমারীর হাসামদিয়ায় ফিরসিলেন, এসময় পেছন থেকে আসা একটি মোটর সাইকেলে সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায় । পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বোয়ালমারী হাসপাতাল ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ।
বর্তমানে তিনি অধ্যাপক ডা. অনাদি রঞ্জন মন্ডলের তত্ববধানে চিকিৎসাধীন রয়েছেন । তার শারীরিক অবস্থা সম্পর্কে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, তাকে কয়েকটি পরীক্ষা করতে দেওয়া হয়েছে সেগুলো দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে । তবে তার মুখের এক পাশ এবং ডান পায়ে গুত্বর আঘাত রয়েছে ।
ত্রমা সেন্টারে চিকিৎসাধীন আহত বিএনপির এই নেতা বলেন, কিভাবে দূঘর্টানা হলো তা বলতে পারছি না, আমার কাছে মনে হচ্ছিল যে কিছু আমার উপর এসে পড়ছে । মুহুত্তের মধ্যেই আমি রাস্তায় পড়ে যাই। অন্ধকারে আমি বুঝতে পারিনি কে সাকেল চালাচ্ছিল ।
তিনি সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন ।