বাংলার আকাশ ডেস্কঃ
ফরিদপুরে চলছে মহা নবমী পূজা । আর পূজোকে কেন্দ্র করেই মন্দিরে এখন ভক্তবৃন্দের ভীড়। এ ব্যাপারে ভাটি লক্ষ্মীপুর দুর্গাপূজা মন্দিরের পুরোহিত পলাশ আচার্য জানান সকালে মহাস্নান, নবপত্রিকা পূজা, প্রত্যেকটি দেবীর আরাধনা, যজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে মহানবমী পূজা অনুষ্ঠিত হচ্ছে।
আজ বেলা তিনটার মধ্যে পূজা সম্পূর্ণ হয়ে যাবে। এছাড়া বিকেলে সন্ধি পূজা ও বিশেষ প্রার্থনা করা হবে। আগামীকাল বেলা ১২ টার মধ্যে মহা দশমী পূজা অনুষ্ঠিত হবে।
এদিকে নবমী পূজাতে মন্দিরে মন্দিরে ভক্তবৃন্দের ভিড় লক্ষ্য করা যায়। সেখানে অঞ্জলি প্রদান এবং যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারা।
এছাড়া ও আবহাওয়া অনুকূলে থাকায় অনেক ভক্তকেই মন্দিরে উপস্থিত থেকে অঞ্জলি প্রদান আশীর্বাদ গ্রহণ, ও যজ্ঞের ফোটা নিতে দেখা গেছে ।