বাংলার আকাশ ডেস্কঃ
ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শামীম হকের সভাপতিত্বে আজ সকাল ১১ টায় ফরিদপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে নির্বাচন পরিচালনা কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফারুক হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমসহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্য।
সভায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা নির্বাচন নিয়ে তাদের অভিজ্ঞতা ও কি করলে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রাথীকে নির্বাচনে জয়লাভ করানো যাবে সে বিষয়ে আলোচনা করেন।