বাংলার আকাশ ডেস্কঃ
শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ফরিদপুরের বিভিন্ন মন্দিরে চলছে মহা সপ্তমী পূজা। সকাল দশটায় আরম্ভ হওয়া এই পূজা শেষ হবে বিকাল সাড়ে চারটায়।মহা সত্যমি পূজা উপলক্ষে প্রতিটা মন্দিরে পূজার্চনা অনুষ্ঠিত হচ্ছে এরই অংশ হিসেবে সকালে বেলতলা পূজা , চণ্ডীপাঠ , মায়ের উপাসনা, পূজা, অঞ্জলি প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে ।
এছাড়া রাতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এ সংবাদ লেখা পর্যন্ত শহরের বিভিন্ন মন্দিরে সপ্তমী পূজার অনুষ্ঠান চলছিল তবে বেশিরভাগ মন্দিরে ততটা লোক সমাগম দেখা যায়নি। ধারণা করা হচ্ছে আজ রাত থেকেই বিভিন্ন মন্দিরে ভক্তবৃন্দ প্রতিমা দর্শনে ব্যস্ত হয়ে উঠবেন।