বাংলার আকাশ ডেস্কঃ
মেয়েদের এশিয়াকাপে থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ।
শনিবার থাইদের ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়নের মতোই খেলেছে বাংলাদেশের মেয়েরা।
এদিন দুর্দান্ত ব্যাট করে ম্যাচসেরা হন বাংলাদেশি ওপেনার শামীমা সুলতানা। ১০ বাউন্ডারিতে ৩০ বলে ৪৯ রান করেন এ ব্যাটার।
কিন্তু ম্যাচসেরার পুরস্কার গ্রহণ করতে এসে বিপত্তির মুখে পড়েন তিনি। পুরস্কার নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন শামীমা।
তৎক্ষণাৎ দৌড়ে যান বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শামীমার পাশে বসে তার সেবা করেন।
সে যাত্রায় কিছুটা উন্নতি হলেও শামীমার শারীরিক পরিস্থিতি নিয়ে শঙ্কায় ভুগছে দেশের ক্রিকেটমহল।
তবে একদিন পর আজ (রোববার) সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী।
এই ওপেনারের সর্বশেষ অবস্থা জানিয়েছেন তিনি।
গণমাধ্যমকে মনজুর বলেন, ‘ভয়ের কিছু নেই। আসলে শামীমা সুলতানার তেমন কিছু হয়নি। যদি সিরিয়াস কিছু হতো তাহলে এতক্ষণ ফিজিও আমাদের জানাতো। সেদিন কী হয়েছিল সেটা আমাদের এখনো নির্দিষ্ট করে জানায়নি ফিজিও। সেক্ষেত্র মনে হচ্ছে সিরিয়াস কিছু নয়। ’
প্রসঙ্গত, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি থাইল্যান্ড। রোমানাদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৮২ রানেই অলআউট হয় থাই মেয়েরা।
জবাবে ব্যাট করতে নেমে ৫০ বল বাকি থাকতেই ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।