বাংলার আকাশ ডেস্কঃ
গ্যালারিতে বসে ফুটবল খেলোয়াড়দের অনুশীলন দেখছিলেন হাজার হাজার দর্শক। এ সময়ই ভেঙে পড়ল গ্যালারির একটি অংশ। যে ঘটনায় ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
গত ৩০ সেপ্টেম্বর লাতিন আমেরিকার দেশ চিলির স্টেডিয়াম সান্তিয়াগোর এস্তাদিও মনুমেন্তালে এ ঘটনা ঘটে।
কোলো-কোলো ক্লাবের উন্মুক্ত ট্রেনিং সেশন দেখতেই নাকি শুক্রবার হাজির হয়েছিলেন হাজার হাজার সমর্থক। ক্লাব সঙ্গীত গেয়ে আর স্লোগানে তারা মুখরিত করে রেখেছিলেন গোটা স্টেডিয়াম।
প্রিয় দলের অনুশীলন ভালো করে দেখতে বসার জায়গার পেছনে পিলারে উঠে পড়েন অনেকে। তাদের কেউ কেউ নাচানাচি ও উল্লাস করছিলেন।
এরপরই স্টেডিয়ামের বসার জায়গাটা ধসে পড়ে। দুঘর্টনার পর পরই ক্লাবটি তাদের অনুশীলন সেশন বাতিল করে দেয়। খেলোয়াড়রা ফিরে যান ড্রেসিং রুমে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামটির গ্যালারিতে নেচে, গেয়ে উল্লাস করছিল শত শত সমর্থক। বেশ কয়েক জন বসেছিল বিজ্ঞাপনের জন্য তৈরি কাঠামোর ওপর। সেটি একটা পর্যায়ে ভেঙে পড়ে।
এ দুর্ঘটনার জন্য স্টেডিয়ামের অবকাঠামোর দুর্বলতাকে দায়ী করা হচ্ছে এখন।
স্থানীয় সংবাদ মাধ্যম ‘লা তেরসেরা’র দাবি, ঘটনায় আহতের সংখ্যা খুব বেশি নয়, আপাতত সংখ্যাটা ৮ জন। আহত কয়েকজনকে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কী করে ভেঙে পড়েছে স্টেডিয়াম সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
(আহৃত)