বাংলার আকাশ ডেস্কঃ
শরীয়তপুরের ডামুড্যায় ডোবা থেকে আজিজুর রহমান মাসুম (৩৯) নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ৮টায় ডামুড্যা পৌরসভার ৩নং ওয়ার্ড বিশাকুড়ি এলাকায় এ ঘটনা। নিহত মাসুম ডামুড্যা উপজেলার ডামুড্যা পৌরসভার মরহুম আব্দুল আলী মাস্টারের ছোট ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ৯টার সময় মাসুমকে বাড়ির পাশে মুখে মাস্ক পরিহিত এক যুবকের সঙ্গে ঘুরতে দেখা যায়। এরপর থেকে মাসুম আর দেখা যায়নি।
ডামুড্যা থানার ওসি জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর মর্গে পাঠানো হয়েছে।
(আহৃত)