বাংলার আকাশ ডেস্কঃ
মাদারীপুরে কিশোর গ্যাংয়ের হাতুড়িপেটায় চয়ন সরদার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
মাদারীপুর সদরের সরকারি ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে শেষ দিনের পরীক্ষা দিয়ে মূল গেটের বাইরে বের হতেই ১৪-১৫ জনের একটি কিশোর গ্যাং অতর্কিত হামলা করে।
আহত চয়ন শহরের হরিকুমারিয়া লে. ফারুক সড়কের বাসিন্দা বিশিষ্ট শ্রমিক নেতা মিজানুর রহমান চুন্নু সরদারে ছেলে।
আহতের পরিবার জানায়, দুদিন আগে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে তাদের একই এলাকার আরেক বাসিন্দা কেরামত শিকদারের ছেলে পারভেজ শিকদারকেও (১৬) ওই একই গ্রুপের কিশোর গ্যাং মাথা ও বিভিন্ন জায়গায় কুপিয়ে মারাত্মক আহত করে। মুমূর্ষু অবস্থায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে উভয়ের অভিভাবকরা মাদারীপুর সদর থানায় আলাদা আলাদা অভিযোগ করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
(আহৃত)