বাংলার আকাশ ডেস্কঃ
ফরিদপুরে আহসান বিশ্বাস (৩২) নামে এক ভূয়া সিআইডি পুলিশ পরিচয়ধারী যুবককে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদরের কানাইপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আহসান বিশ্বাস যশোরের শার্শা উপজেলার বাঘাছাড়া গ্রামের রবিউল বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, কানাইপুর এলাকায় পাপ্পু জমাদ্দার নামে এক ব্যক্তির একটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখতে চেয়ে টাকা দাবি করেন আহসান।
নিজেকে তিনি সিআইডি পুলিশ দাবি করেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে গণধোলাই দিয়ে থানা পুলিশে হস্তান্তর করা হয়।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) অরুপ কুমার বিশ্বাস বলেন, ভূয়া পুলিশ পরিচয়দানকারী আহসান বিশ্বাস নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ব্যাপারে যাঁচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আহৃত