বাংলার আকাশ ডেস্কঃ
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠছে। আকাশে মেঘমালা বিরাজ করছে। কুয়াকাটা-কলাপাড়া এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
সাগরে অবস্থানরত মাছধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে সাগর উত্তাল থাকায় সোমবার বিকাল থেকেই মৎস্য বন্দর আলীপুর-মহিপুরের মধ্যখান দিয়ে বয়ে যাওয়া খাপড়াভাঙ্গা নদীতে সহস্রাধিক মাছধরা ট্রলার আশ্রয় নিয়েছে।
(আহৃত)