বাংলার আকাশ ডেস্কঃ
ফরিদপুরে র্যাব-৮, কর্তৃক জেলার কোতয়ালী থানা এলাকা হতে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে।
শনিবার সন্ধায় ক্যাম্পের অধিনায়ক কমান্ডার শহিদুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিক্তিতে একটি অভিযানিক দল কুষ্টিয়া থেকে ফরিদপুর মহাসড়কে শিবরামপুর সাইনবোর্ড ফতেপুর লাম ফিলিং স্টেশন সামনে রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন থেকে রানা আলী (২৭), পিতা- মহারম আলী চৌকিদার ও হৃদয় ইসলাম (২৩), পিতা- মোক্তার মালীথা, উভয় সাং , সাং-সিরাজনগর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদ্বয়কে গ্রেপ্তার করেন।
এ সময় গ্রেপ্তারকৃত আসামীদের কাছ থেকে ৩৮৭ বোতল ফেন্সিডিল, মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ, তিনটি মোবাইল ফোন এবং পাঁচটি সীমকার্ড জব্দ করা হয়।
আসামীদের স্বীকারোক্তি থেকে জানা যায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী, দীর্ঘদিন যাবৎ পিকআপ যোগে কুষ্টিয়া হতে ফরিদপুর মহাসড়ক ব্যবহার করে ফেন্সিডিল চালান নিয়ে ফরিদপুর জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।