বাংলার আকাশ ডেস্কঃ
ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট টি-টোয়েন্টিতে সবচেয়ে সফল দল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে দু’বারের চ্যাম্পিয়ন তারা।
ব্রাভো, পোলার্ড, নারিনদের মতো বেশ কয়েকজন তারকা বিভিন্ন দেশের টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগে দুর্দান্ত খেলেন।
তাই সবারই বাড়তি আগ্রহ ছিল, তারকাসমৃদ্ধ দেশটির টি-টোয়েন্টি বিশ্বকাপ দলটি কেমন হয়!
বুধবার অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।
যেখানে জায়গা হয়নি টি-টোয়েন্টির তিন বিশেষজ্ঞ খেলোয়াড় আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও ফ্যাবিয়েন অ্যালেন। ফিরেছেন বাঁ-হাতি ওপেনার এভিন লুইস। ৩০ বছর বয়সি লুইস শেষবার ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন গত বছর টি ২০ বিশ্বকাপে। টি ২০ আন্তর্জাতিক ক্রিকেটে ১৫৫.৫১ স্ট্রাইক রেট তার। সেঞ্চুরি দুটি।
বিশ্বকাপে ক্যারিবীয়দের নেতৃত্ব দেবেন নিকোলাস পুরান। রোভম্যান পাওয়েল সহঅধিনায়ক।
১৫ সদস্যের দলে রয়েছেন দুই চমক। ইয়ানিক কারিয়াহ ও রেমন রেইফার নামের দুই নতুন মুখকে যোগ করা হয়েছে। ইয়ানিক ডান-হাতি লেগ-স্পিনার অলরাউন্ডার এবং রেমন বাঁ-হাতি ব্যাটিং অলরাউন্ডার।
নিউজিল্যান্ডের বিপক্ষে গত মাসে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে অভিষেক ঘটেছিল কারিয়াহর। বিশ্বকাপ দিয়ে এবার টি-টোয়েন্টিতে অভিষেক ঘটতে পারে। ক্যারিবীয় বোর্ড জানিয়েছে, হেইডেন ওয়ালশের পরিবর্তেই দলে নেয়া হয়েছে ক্যারিয়াহকে।
অন্যদিকে ক্যারিবীয়দের হয়ে মাত্র তিনটি টেস্ট এবং ৫টি ওয়ানডে খেলে বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে গেছেন রেমন রেইফার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি তার খেলা হয়নি একটিও।
তবে নতুন দুই ক্রিকেটারকে রেখে উইন্ডিজ সমর্থকদের মাঝে আলোচনা আন্দ্রে রাসেলকে নিয়ে। আইপিএল মাতাতো টি-টোয়েন্টির অন্যতমসেরা অলরাউন্ডারের বাদ পড়ার বিষয়ে বিস্মিত তারা।
ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের বিশ্বকাপ দল
নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শিমরন হেটমায়ার, এভিন লুইস, জেসন হোল্ডার, কাইল মায়ার্স, ইয়ানিক ক্যারিয়াহ, আকিল হোসেইন, ওবেদ ম্যাকয়, জনসন চার্লস, অ্যালজারি জোসেফ, রেমন রেইফার, শেলডন কটরেল, ব্র্যান্ডন কিং, ওডেন স্মিথ।
(আহৃত)