1. admin@banglarakash.com : admin :
September 13, 2025, 4:47 pm

এমপি বাবু-পরিবারের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, মামলা করলেন ইশরাক

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : Tuesday, September 13, 2022,
  • 86 Time View
Spread the love

বাংলার আকাশ ডেস্কঃ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও তার পরিবারের সদস্যদের নিয়ে অশ্লীল প্রচারণা চালানোর অভিযোগ এনে ইসমাঈল হোসেন অপু (২২) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ইশরাক আহমেদ সাজন (২৮) নামে এমপি নজরুল ইসলাম বাবুর এক শুভাকাঙ্ক্ষী এ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ইসমাইল আড়াইহাজারের গোপালদী পৌরসভার লক্ষ্মীবরদী এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

পুলিশ জানিয়েছেন, অভিযুক্ত অপু একজন ব্লগার। সে গত ৭ বছর ধরে ‘নিউজ আড়াইহাজার’ নামে একটি ব্লগ চালাচ্ছেন। ফেসবুকে একই নামে তার একটি পেজ আছে। সেখানে তিনি বিভিন্ন রাজনীতিবিদদের নিয়ে বিরূপ মন্তব্য করে লেখা প্রকাশ করতেন। সম্প্রতি সংসদ সদস্য বাবু ও তার পরিবারের সদস্যদের ছবি ফটোশপে সুপার এডিট করে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট প্রচার করে অপু।

গত ২৬ আগস্ট উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। পরে ইশরাক আহমেদ সাজন (২৮) নামে সংসদ সদস্য বাবুর এক শুভাকাঙ্ক্ষী ব্লগার অপুকে ফেসবুক পেজটি বন্ধ করতে অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইশরাককে প্রাণনাশের হুমকি দেন অপু। পরে আড়াইহাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন ইশরাক।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, অপু ‘নিউজ আড়াইহাজার’ নামে ফেসবুক পেজের অ্যাডমিন। তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। আড়াইহাজারে এ ধরনের অপপ্রচারকারী যতগুলো ফেক আইডি আছে, শনাক্ত করে পরিচালনাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।

(আহৃত)


Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT