বাংলার আকাশ ডেস্ক রিপোর্টঃ
সিরিয়ায় রোববার রাতে ইসরাইলের বিমান হামলায় দেশটির তিন সেনা নিহত এবং আরও তিন সেনা আহত হয়েছেন।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানিয়েছে, দেশটির উপকূলীয় প্রদেশ তারতুস লক্ষ্য করে রোববার রাত পৌনে ৯টার দিকে ইসরাইল বোমাবর্ষণ করছে।
সিরিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বেশ কয়েকটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।
সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, এ হামলায় তিন সেনা নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দেশটির অভ্যন্তরে কয়েকশ বার বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সিরিয়ার সরকারি অবস্থান এবং ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
(আহৃত)