1. admin@banglarakash.com : admin :
November 12, 2025, 2:58 pm
শিরোনাম :
রাজবাড়ীতে পাটকলের দুই গুদামে আগুন, ব্যাপক ক্ষতির শঙ্কা ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরে টেকসই উন্নয়ন অভীষ্ট এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত সেনাবাহিনীতে ১৯৮০ সালের হেলিকপ্টার কেনার আয়োজন ১৩ তারিখ ঢাকা যাওয়ার বিষয়ে ফেসবুকে পোস্ট, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আটক ফরিদপুরে আইএমও ‌ এর উদ্যোগে ‌ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আমানত প্রবৃদ্ধিতে শীর্ষ পাঁচে সিটি, ব্র্যাক, ইউসিবি, যমুনা ও পূবালী ব্যাংক আজ বিশ্ব বিজ্ঞান দিবস প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবিতে কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ

ফরিদপুর থেকে ফের চালু হচ্ছে বিআরটিসির বাস

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : Thursday, August 11, 2022,
  • 162 Time View
Spread the love

 

বাংলার আকাশ ডেস্ক রিপোর্টঃ

অবশেষে প্রশাসনের নির্দেশে ফরিদপুরের বোয়ালমারী থেকে ফের ঢাকার উদ্দেশ্য চালু হচ্ছে বিআরটিসির বাস। আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬ টায় বোয়ালমারী থেকে ফের ঢাকার গুলিস্তানের উদ্যেশ্যে বিআরটিসির একটি বাস ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকাল ৩ টার দিকে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) সুমন কর ফের বাস চলাচলের নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী পুলিশ সুপার সুমন কর বলেন, মন্ত্রণালয়ের ও বিআরটিসি কর্তৃপক্ষের নির্দেশ আছে। তাই, আইগত কোনো সমস্যা না থাকলে আপাতত বাস চলাচলে আর কোনো বাঁধা নেই। বিআরটিসিকে ফের বাস চালাতে বলা হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, বাস মালিক সমিতির সাথে কথা বলেছি। বিআরটিসির বাস চলাচলে তাদেরও কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন। তবে, এছাড়া বিআরটিসির বাস কেন চলবেনা? এ সংক্রান্ত কাগজপত্র মালিক সমিতির লোকজনদের প্রশাসনকে দেখাতে বলা হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এব্যাপারে ফের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

এব্যাপারে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, এ সংক্রান্ত তেমন কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। তবে, উদ্বুদ্ধ পরিবেশ নিরসনে বাস মালিক সমিতি ও প্রশাসন কাজ করছে। আশা করছি, দ্রুতই এ সমস্যার সমাধান হবে। তবে, আমরা কোনো যাত্রী সাধারণের ভোগান্তি হোক এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি করতে দিবোনা। তাছাড়া বিআরটিসির বাস চলাচলের ক্ষেত্রে সরকারের পরিবহণ আইনে মালিক সমিতির রুট পারমিটের কোনো প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন এ জেলা প্রশাসক।

এদিকে বোয়ালমারী-ভাঙ্গা-ঢাকা মহাসড়কে বিআরটিসির বাস চলাচল বন্ধ করার প্রতিবাদে ও ফের বাস চলাচলের দাবীতে ২১টি সংগঠন মানববন্ধন করেছে। বৃহস্পতিবার সকালে বোয়ালমারী পৌর বাস টার্মিনালের সামনে মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে ফের বিআরটিসির বাস চালুর জন্য ‘একুশ সংগঠনের ২৪ ঘন্টার আল্টিমেটাম’ দেওয়া হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলে তমুল প্রতিবাদ।

অন্যদিকে, এ ঘটনা নিয়ে গতকাল বুধবার “ফরিদপুর থেকে বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দিল মালিক সমিতি” ও আজ বৃহস্পতিবার “ফরিদপুরে বিআরটিসি বাস বন্ধের প্রতিবাদে ২১টি সংগঠনের মানববন্ধন” শিরোনামে দুটি সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন সংবাদমাধ্যমে।

প্রসঙ্গ, পদ্মাসেতু চালু হবার পর ফরিদপুরের বিভিন্ন উপজেলা থেকে দাবী ওঠে বিআরটিসি বাস চলাচলের। সেই দাবীর প্রেক্ষিতে ও স্থানীয়দের দাবীর মুখে গত মঙ্গলবার (৯ আগস্ট) জেলার বোয়ালমারী থেকে বিআরটিসি বাস চালু করে কর্তৃপক্ষ। উদ্বোধনের পরদিন গতকাল বুধবার (১০ আগস্ট) সকাল ৭টায় বোয়ালমারী বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে ঢাকা গুলিস্তানের উদ্দেশ্যে রওয়ানা হয় একটি বিআরটিসির বাস। পথিমধ্যে ভাঙ্গা বাস টার্মিনালের কাছে বাসটি আটকে দেয় বাস মালিক সমিতির লোকজন। বাস থেকে নামিয়ে দেয়া হয় যাত্রীদের। ফলে চরম বিপাকে পড়েন বাসটির যাত্রীরা। পরে বন্ধ হয়ে যায় বিআরটিসির বাস চলাচল।


Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT