1. admin@banglarakash.com : admin :
August 24, 2025, 9:04 am

চোটে পড়লেন মোস্তাফিজও

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : Sunday, August 7, 2022,
  • 96 Time View
LONDON, ENGLAND - JULY 05: Mustafizur Rahman of Bangladesh bowls during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between Pakistan and Bangladesh at Lords on July 05, 2019 in London, England. (Photo by Jordan Mansfield/Getty Images)
Spread the love

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি ২০ ও ওয়ানডে সিরিজে খেলতে যাওয়া বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার চোট আক্রান্ত হয়েছেন। এবার এই তালিকায় যোগ হয়েছে পেসার মোস্তাফিজুর রহমানের নাম।

দলীয় সূত্রে জানা গেছে, মোস্তাফিজ অ্যাঙ্কেলের চোটে পড়েছেন। তবে চোট কতটা গুরুতর, এ ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি।

এর আগে হারারেতে প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ওপেনার লিটন দাস। ম্যাচ চলাকালীন সময়ে তাকে হাসপাতালে নিয়ে স্ক্যান করানো হয়। পরবর্তীতে জানা যায় লিটনকে ৩-৪ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

এছাড়া মুশফিকুর রহিম ব্যাটিং করার সময় আঙ্গুলে চোট পান। অন্যদিকে পেসার শরিফুল ইসলাম ফিল্ডিংয়ের সময় ব্যথা পান।

রোববার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচটিতে মুশফিককে পাওয়ার আশা করছে টিম ম্যানেজমেন্ট। তবে শরিফুলকে নিয়ে এখনো কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।

এর আগে টি ২০ সিরিজে চোটে পড়েন অধিনায়কের দায়িত্ব পাওয়া নুরুল হাসান সোহান। ফলে ওই সময়ই তার সিরিজ শেষ হয়ে যায়।

আহৃত


Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT