পটুয়াখালীর বাউফলে ঘরের সিঁদ কেটে শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে। শনিবার গভীর রাতে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারাখানা গ্রামে এ ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের হাবিবুর রহমান তার ছেলে রিসানকে (৭) নিয়ে শ্বশুর কুদ্দুস আকনের বাড়িতে বসবাস করছেন। শনিবার রাতে কুদ্দুস আকনের ঘরের সিঁদ কেটে রিসান ও তাদের ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর রিসানের স্বজনরা বিষয়টি বাউফল থানায় অবহিত করার পর পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
কাছিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার বলেন, রোববার ভোরে আমাকে ওই এলাকার মেম্বার হাবিব আকন বিষয়টি জানিয়েছেন।
বাউফল থানার ওসি আল মামুন বলেন, ঘটনার তদন্ত চলছে। খুব শিগগিরই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হবে।
আহৃত