আজ ৭ আগস্ট ২০২২, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, ফরিদপুর মহোদয়ের সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক সদর উপজেলার বাইপাস সড়ক ও গোয়ালচামটে অবস্হিত ফিলিং স্টেশনসমূহে অভিযান পরিচালনা করা হয়। ফরিদপুর বাইপাসের মেসার্স রংধনু ফিলিং স্টেশন ও ফরিদপুর বাইপাস ফিলিং স্টেশন এবং ভাঙ্গা রাস্তার মোড়ে ফরিদপুর পেট্রোলিয়াম ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। জ্বালানি তেলের পরিমাপ সঠিক পাওয়া গেলেও লিটার প্রতি দাম বেশি রাখায় মেসার্স রংধনু ফিলিং স্টেশনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় জনাব মোঃ বজলুর রশিদ খান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, সিভিল সার্জন অফিস এবং জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
আহৃত