জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দলটির বর্তমান অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে সম্মানিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
২০২১ সালের আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলের একাদশে ছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমান।
সেই অর্জনের স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার আইসিসির বিশেষ ক্যাপ পেয়েছেন মুশফিক। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাপটি পরে ছবি পোস্ট করেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
জানুয়ারিতে আইসিসি এক ঘোষণায় বর্ষসেরা ওয়ানডে দল প্রকাশ করে। তারই স্মারক ক্যাপ পেলেন মুশফিক। হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে লিখেছেন- ‘আলহামদুলিল্লাহ’।
আইসিসির লোগোসংবলিত ক্যাপে লেখা- ‘আইসিসি ওডিআই টিম অব দ্য ইয়ার’।
আহৃত