শিরোনামঃ
অস্ট্রেলিয়ার সিরিজ শুরুর আগেই স্কোয়াডে নতুন পরিবর্তন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুল এর অনির্দিষ্টকালের ছুটি ভারতের এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানালো তদন্তকারীরা সিঁধ কেটে, গলায় বটি ধরে নারীকে ধর্ষণ, ভিডিও ধারণ দাওয়াত খেয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ৩ জন মোবাইল তোলার উদ্দেশ্যে সেপটিক ট্যাংকের ভেতর ৪ যুবকের মৃত্যু গুজরাত রাজ্যের সেতু ভঙ্গে ৯ জনের মৃত্যু, বহু হতাহতের আশঙ্কা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন ইসরাত নাজিয়া সমুদ্রে সৈকতে গোসলে নেমে শিক্ষার্থীরা নিখোঁজ, একজন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বাঁধ ভেঙনের ফলে ফেনীর ২০ গ্রাম প্লাবিত, পরশুরাম সড়কে যান চলাচল বন্ধ ফরিদপুর এনসিপির যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ হোসেনের বাসায় মধ্যরাতে প্রাণনাশের চেষ্টা! হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবা-ছেলের নির্মম মৃত্যু পবিত্র হজ্জ শেষে সৌদি থেকে ফিরেছেন ৭৬,৭৬৮ বাংলাদেশি হাজি ইযেমেনের ক্ষেপাণাস্ত্র হামলায় ইসরায়েলের বিমানবন্দরে আকাশে ধোয়া খিলগাঁও এলাকায় বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার লালমনিরহাট হাতীবান্ধায় হত্যা মামলায় চেয়ারম্যান গ্রেফতার মালযশিযা সন্ত্রাসবাদের ঘটনা তদন্তে সহযোগিতা করবে বাংলাদেশ চট্টগ্রামে ৪০০ হজযাত্রী নিয়ে রানওয়েতে আটকা ফ্লাইট গাজায় মধ্যরাত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১৮ ছাড়িয়েছে স্ত্রীর যৌতুকের মামলায় গ্রেপ্তার হয়েছে সেই চাকরিচ্যুত এসআই
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

টি ২০ অধিনায়ক নুরুল হাসান বিশ্রামে মাহমুদউল্লাহ

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
Update : শনিবার, ২৩ জুলাই, ২০২২

Spread the love

গুঞ্জনই সত্যি হলো। জিম্বাবুয়ে সফরের জন্য টি ২০ অধিনায়ক হিসাবে নুরুল হাসান সোহানকে বেছে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যাট হাতে বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লার জায়গা হয়নি জিম্বাবুয়ে সফরে টি ২০ দলে।

বিশ্রামের আড়ালে কার্যত তাকে বাদই দেওয়া হলো। সাকিব আল হাসান আগেই এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন। দলে নেই মুশফিকুর রহিমও। তাকেও বিশ্রাম দেওয়া হয়েছে। তবে সফরের ওয়ানডে দলে আছেন মাহমুদউল্লাহ ও মুশফিক।

নতুন চেহারার টি ২০ দলে সিনিয়রদের অনুপস্থিতিতে নুরুল হাসানকেই অধিনায়ক হিসাবে যোগ্য মনে করছে বিসিবি।

শুক্রবার ঢাকার একটি হোটেলে নির্বাচক দলের তিন সদস্য, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস, গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন ও মাহমুদউল্লাহ আলোচনায় বসেন। সভা শেষে জালাল ইউনুস জানান, ‘এই সিরিজে নতুন একটি দল পাঠাচ্ছি আমরা।’

২৮ বছর বয়সি কিপার-ব্যাটার নুরুল হাসান দেশের হয়ে ৩৩টি টি ২০ খেলেছেন। সর্বোচ্চ রান ৩০*। মাঠে তার নিবেদন, দলকে চাঙ্গা রাখা এবং ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা থেকেই বোর্ড নুরুল হাসানকে বেছে নিয়েছে।

পবিত্র হজে যাওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজে সবশেষ সিরিজে না খেলা অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার মুশফিক কয়েকদিন ধরেই মিরপুরে অনুশীলন করছেন। তবে জিম্বাবুয়ে সফরের টি ২০ দলে নেই তিনি।

জালাল ইউনুস বলেন, ‘এই দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা নুরুল হাসানকে অধিনায়কত্ব দিয়েছি। মাহমুদউল্লাহর সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত।’ তিনি বলেন, ‘টি ২০ দল নিয়ে আমরা কয়েকদিন ধরে আলোচনা করছিলাম।

কারণ টেস্ট ও টি ২০ ক্রিকেটে আমরা ধারাবাহিক উন্নতি করতে পারছি না। তাই এই টি ২০ সিরিজ নিয়ে বোর্ডের অনেক চিন্তাভাবনা ছিল আগে থেকেই।

আলোচনাতে মাহমুদউল্লাহও ছিল। কয়েকদিন ধরেই টি ২০ নিয়ে আমরা আলোচনা করছি। সবশেষ জিম্বাবুয়েতে নতুন দল পাঠানোর সিদ্ধান্ত হয়।’

গত দু’বছর ধরে যারা দলে আসা-যাওয়ার মধ্যে রয়েছেন তাদের নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে টি ২০ দল সাজানো হয়েছে। নিয়মিত অধিনায়ক সাকিব চোটে পড়ায় ২০১৮ সালে দেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে সিরিজে টি ২০ দলের নেতৃত্ব পেয়েছিলেন মাহমুদউল্লাহ।

এরপর সাকিব নিষেধাজ্ঞায় পড়লে স্থায়ীভাবেই মাহমুদউল্লাহকে দায়িত্ব দেওয়া হয়। জয়ের হিসাবে তিনিই বাংলাদেশের সবচেয়ে সফল টি ২০ অধিনায়ক। তার নেতৃত্বে বাংলাদেশ ৪৩টি ম্যাচের মধ্যে ১৬টি জিতেছে, ২৬টিতে হার ও একটি পরিত্যক্ত হয়।

অধিনায়ক হওয়ার পর মাহমুদউল্লাহর পারফরম্যান্সও খারাপ হয়ে যায়। আপাতত মাহমুদউল্লাহকে বিশ্রাম দেওয়া হলেও জিম্বাবুয়ের বিপক্ষে নুরুল হাসান ভালো করতে পারলে বিশ্বকাপেও তাকে নেতৃত্ব দেওয়া হতে পারে।

বোর্ডের চাওয়া অবশ্য টি ২০ বিশ্বকাপে সাকিবের নেতৃত্বে দল পাঠাবে। সাকিব এই সিরিজে না থাকায় সুযোগ পেয়েছেন নুরুল হাসান। সে ক্ষেত্রে মাহমুদউল্লাহর টি ২০ অধিনায়কত্ব অধ্যায়ের সমাপ্তি ঘটল কালই।

ওয়ানডে সিরিজের জন্য অবশ্য পূর্ণ শক্তির দল সাজিয়েছে বাংলাদেশ। ১৬ সদস্যের দলে ফিরেছেন মুশফিক ও তরুণ পেসার হাসান মাহমুদ। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন পেসার ইবাদত হোসেন।

ইয়াসির আলী ও মোহাম্মদ সাইফউদ্দিন পুরো ফিট না হওয়ায় দলে ফিরতে পারেননি। জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ তিনটি করে ওয়ানডে ও টি ২০ ম্যাচ খেলবে। ৩০ জুলাই শুরু হবে টি ২০ সিরিজ। সব ম্যাচ হবে হারারেতে।

বাংলাদেশ ওয়ানডে দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম।

বাংলাদেশ টি ২০ দল : মুনিম শাহরিয়ার, এনামুল হক, নুরুল হাসান (অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন।
 

(আহৃত)


Spread the love


এই বিভাগের আরো খবর

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১