ফরিদপুরের বোয়ালমারীতে সেপটিক ট্যাংকে পড়ে বিল্লাল শেখ (২৩) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় ইস্রাফিল (১৮) মোল্লা নামে আরও একজন আহত হয়েছেন।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার সাতৈর বাজারের গণেশ সাহার নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
বিল্লাল শেখ উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের লোকমান শেখের ছেলে।
সাতৈর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু জানান, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে অসর্তকতাবশত বিল্লাল শেখ নিচে পড়ে যান। এরপর সহযোগী ইস্রাফিল তাকে উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব জানান, বিল্লাল শেখের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
(আহৃত)