পদ্মা সেতু হয়ে ফরিদপুর থেকে সরাসরি বাস চলাচল শুরু হবে আগামী বুধবার।
গত শনিবার পদ্মা সেতু উদ্বোধন হয়। পরদিন রোববার থেকে সড়কপথে সেতুর ওপর দিয়ে যাতায়াত শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবহণসহ বিভিন্ন যানবাহন।
দক্ষিণাঞ্চলের সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাত্রীবাহী বাস চলাচল করলেও বিভিন্ন অজুহাতে ফরিদপুর থেকে তা বন্ধ ছিল। তবে বুধবার থেকে সরাসরি পরিবহণ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছে বাস মালিকপক্ষ।
ওই দিন সকাল ৬টায় করিম গ্রুপের মালিকানাধীন গোল্ডেন লাইনের প্রথম বাসটি ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে ছাড়বে। তবে ঢাকা থেকে কখন ফরিদপুরের উদ্দেশে যাত্রা করবে সে বিষয়ে মালিকপক্ষ সিদ্ধান্ত নিয়ে জানাবে বলে পরিবহণটির গাবতলীর কাউন্টার মাস্টার মো. মাসুদ জানিয়েছেন।
গোল্ডেন লাইন পরিবহণের কাউন্টার ব্যবস্থাপক নুরুল আলম বলেন, বুধবার সকাল ৬টায় প্রথম ট্রিপ ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা যাবে। পরবর্তীতে এক ঘণ্টা পরপর পাঁচটি ট্রিপ ফরিদপুর থেকে ছাড়া হবে।
তিনি বলেন, আপাতত ফরিদপুর থেকে ঢাকার গাবতলী পর্যন্ত ৩৫০ টাকা ভাড়া নিচ্ছি। পরবর্তীতে ভাড়া পুনর্নির্ধারণ করা হবে।
করিম গ্রুপের গোল্ডেন লাইনের বাসের পাশাপাশি বিআরটিসি এসি বাস চলাচলের কথা রয়েছে বলেও একটি সূত্র জানিয়েছে।
(আহৃত)