কিছু দিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ।
তবে কাঙ্ক্ষিত ফাইফারের কাছাকাছি গিয়েও তার দেখা পাননি। প্রথম ম্যাচে এক ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। পরের ম্যাচে এক ইনিংসে নিয়েছিলেন ৩ উইকেট।
শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে ছিলেন উইকেটশূন্য।
এবার স্বরূপে ফিরলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৫ উইকেট পেলেন খালেদ আহমেদ।
৩১.৩ ওভারে তিনটি মেডেনসহ ১০৬ রানে ৫ উইকেট শিকার করলেন এ ডানহাতি পেসার। ক্যারিয়ারে ৯ম টেস্টে এসে প্রথমবারের মতো এক ইনিংসে নিলেন ৫ উইকেট।
জেডেন সিলসকে নুরুল হাসানের ক্যাচ বানিয়ে কাঙ্ক্ষিত ফাইফারের দেখা পান খালেদ। এর পরই ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থামে ৪০৮ রানে। ১৭৪ রানের লিড নেন স্বাগতিকরা।
খালেদের এই সাফল্যে দারুণ উৎফুল্ল অধিনায়ক সাকিব আল হাসান। ফাইফারের নাম লেখার সঙ্গে সঙ্গে মাঠেই খালেদকে জড়িয়ে ধরেন অধিনায়ক।
ড্রেসিংরুমেও আনন্দ প্রকাশের প্রাপ্তি ছিল এটিই। বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও ভূয়সী প্রশংসা করলেন খালেদের।
উইন্ডিজের সবচেয়ে সফল ব্যাটসম্যান কাইল মেয়ার্স খালেদের শিকার। বাংলাদেশের বিপক্ষে অভিষেক টেস্টে দ্বিশতক হাঁকানো এ অলরাউন্ডারকে ১৫০ ছুঁতে দেননি খালেদ। ২০৮ বলে ১৪৬ রানে মেয়ার্সকে শরিফুলের ক্যাচ বানান খালেদ।
তার আগে অ্যালজারি জোসেফকে লিটন দাসের ক্যাচে পরিণত করেন খালেদ। জোসেফ করেন ৬ রান। শেষ ব্যাটার হিসেবে তুলে নেন জাইডেন সিলসকে।
(আহৃত)