নোয়াখালী জেলা শহরের ৯ মামলার পলাতক আসামি কিশোর গ্যাং কমান্ডার পিচ্ছি রাসেলকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার নিজ বাড়ি থেকে বন্দুকসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. রাসেল ওরফে পিচ্চি রাসেল (২২) নোয়াখালী পৌরসভার মাস্টারপাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় তার নিজ বাড়ি থেকে একটি বন্দুকসহ পিচ্চি রাসেলকে গ্রেফতার করা হয়।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা, অস্ত্র বিক্রি, অস্ত্র ভাড়া দেওয়াসহ ৯ মামলার পলাতক আসামি।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত পিচ্চি রাসেলকে শনিবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
(আহৃত)