নিজেই নিজের হাতের কব্জি কেটে রক্তাক্ত হয়েছেন পাকিস্তানের এক তরুণ ক্রিকেটার।
তার নাম শোয়েব, সিন্ধ প্রদেশের হায়দরাবাদ শহরের কাসিমাবাদ এলাকার বাসিন্দা তিনি। পাকিস্তানের তরুণ উদীয়মান পেসার।
পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডেইলি টাইমস’ জানিয়েছে, বুধবার এভাবে আত্মহত্যার চেষ্টা করেন পেসার শোয়েব। এ কাণ্ড ঘটানোর পর তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে প্রাণে বেঁচে ফেরেন এ ক্রিকেটার। তবে অতিরিক্ত রক্তক্ষরণে তার অব্স্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কোচ খেলায় না নেওয়ায় অভিমানে এ কাণ্ড করে বসেন শোয়েব – এমনটাই জানিয়েছে তার পরিবার।
হায়দরাবাদের নিয়াজ স্টেডিয়ামে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ওই টুর্নামেন্টে খেলার কথা ছিল শোয়েবের। অনেক আশা নিয়ে নিজেকে প্রস্তুত করেছিলেন এই পেসার। কিন্তু কোচ তাকে দলে রাখেননি। সেই অভিমান থেকেই আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
অবশ্য পাকিস্তানে এই ধরনের ঘটনা এই প্রথম নয়। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে মুহাম্মদ জারিয়াব নামে একজন তরুণ পাকিস্তানের ঘরোয়া খেলোয়াড় তার শহরের অনূর্ধ্ব-১৯ দল থেকে বাদ পড়েন।
অভিমানে নিজেকে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা করেন তিনি।
(আহৃত)