ফরিদপুরের বোয়ালমারীতে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার রুপাপাত ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সোনা, তার ছোটভাই মো. মুরাদ মোল্যা, সানোয়ার মোল্যা ও সাদি।
সোমবার বিকালে আসামিপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাইকোর্ট থেকে চেয়ারম্যান মিজানুর রহমান সোনা মিয়াসহ অন্যরা পাঁচ সপ্তাহের জন্য জামিনে ছিলেন। সোমবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তারা জামিন আবেদন করেন। ফরিদপুর জেলা ও দায়রা জজ আলী আকবর শেখ জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত গত ২৭ এপ্রিল রাতে বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়ন ও সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নান্নু ফকির নামে একজন নিহত হন।
এ সময় আহত হন কমপক্ষে ১৫ থেকে ২০ জন। নিহত নান্নু ফকির সালথা উপজেলার যদুনন্দী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পরে রুপাপাত ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান সোনা মিয়াসহ বেশ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করে নিহতের পরিবার।
(আহৃত)