ফরিদপুরের আলফাডাঙ্গায় মুক্তিযুদ্ধের সময়কালীন একটি পুরনো গ্রেনেড উদ্ধার করা হয়েছে। উপজেলার ধলেরচর গ্রামের একটি পুকুরে মাছ ধরার সময় গ্রেনেডটি পাওয়া যায়।
রোববার (১৯ জুন) রাতে ওই গ্রামের বাসিন্দা ইউনুস শেখের ছেলে ইব্রাহিম শেখ থানায় গ্রেনেডটি জমা দেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সদর ইউনিয়নের ধলেরচর গ্রামের বাসিন্দা ইউনুস শেখ বাড়ির পাশে একটি পুকুরে মাছ শিকারের সময় গ্রেনেডটি দেখতে পান। পরে সেটি তিনি উদ্ধার করে থানায় জমা দেন। ধারণা করা হয় গ্রেনেডটি ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ের।
এ ব্যাপারে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ জানান, লোকমুখে শুনেছি। কিন্তু বিস্তারিত তথ্য জানা নেই।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান কে বলেন, রাতে ইব্রাহিম শেখ নামের এক যুবক গ্রেনেডটি থানায় জমা দেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(আহৃত)