মাদারীপুর কালকিনি উপজেলায় দুই ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে একটিতে নৌকার প্রার্থী, অন্যটিতে বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন।
এ নির্বাচনে একটিতে নৌকা, অন্যটিতে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যানপ্রার্থী বিজয় লাভ করেন। বুধবার সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলে।
ভোট গণনা শেষে বুধবার সন্ধ্যার পরে উপজেলা রিটার্নিং কর্মকর্তা দীপংকর উপজেলা অডিটরিয়াম হলরুমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
এই নির্বাচনে পূর্ব এনায়েতনগর ইউপিতে নৌকার প্রার্থী দলিল উদ্দিন তালুকদারকে হারিয়ে আ.লীগ বিদ্রোহী প্রার্থী নেয়ামুল আকন আনারস প্রতীক নিয়ে চার হাজার ১৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অন্যদিকে এনায়েতনগর ইউপিতে বেসরকারিভাবে স্বতন্ত্রপ্রাথী হাবিবুর রহমান হাবিব বেপারিকে হারিয়ে নৌকা চেয়ারম্যানপ্রার্থী সিরাজুল ইসলাম তিন হাজার ৮৪৬ ভোট পেয়ে বিজয়ী হন।
(আহৃত)